বাঘা সীমান্তে ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী বারশত দিয়াড় গ্রামের নিচে পদ্মার চর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার গভীর রাতে বিজিবির আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই র ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফেন্সিডিল পাচারকারী দলের সদস্যরা।

আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীন জানান, বিপুল পরিমানের ফেন্সিডিলের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে মীরগঞ্জ বিওপির হাবিলদার আলাউদ্দিনসহ বিজিবির একটি দল মীরগঞ্জ বারশত দিয়াড় গ্রামের নিচে পদ্মার চরে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করি।এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে এক বস্তা ফেনসিডিলের ফেলে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

স/স্ব