বাঘায় ৪ ইউপি নির্বাচন: প্রতীক পাওয়ার আগে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গাড়, পাকুড়িয়া, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার আগে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজের যোগ্যতা জাহির করে বাড়ি বাড়ি গিয়ে প্রচারনা চালাচ্ছেন। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

চার ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান, সাধারণ পদে ১৮৯ ও সংরক্ষিত আসনে ৬৫ জনসহ মোট ২৮৮ জন প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারনা চালাচ্ছেন।

জানা যায়, বাজুবাঘা ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান, সাধারণ পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও মনোনীত প্রার্থী ফজলুর রহমান, বিদ্রোহী প্রার্থী রফিজ উদ্দিন, সাইফুল ইসলাম, হাসমত আলী, দুলাল হোসেন, জিয়াউর রহমান, সাহার আলী। বিএনপি’র প্রার্থী ফিরোজ আহম্মেদ, নজরুল ইসলাম, নওশাদ আলী, আসলাম মালিথা, আসাদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী এমএমানিক। এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১০ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটর ৫ হাজার ৩৩৬ ও নারী ভোটার ৫ হাজার ৪০২ জন।

গড়গড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারন পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়াম্যান পদে প্রার্থীরা হলেন-আ.লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি। বিদ্রোহী প্রার্থী শাহাজামাল সরকার, জুলফিকার আলী, আবদুর রাজ্জাক, আবদুল্লা আল মাহমুদ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম। বিএনপি’র প্রার্থীরা হলেন-জাহিদুল ইসলাম স্বপন, এমদাদুল হক, আবুল কালাম আজাদ, মাসুদ করিম টিপু। এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১২ হাজার ২১২ জন। এরমধ্যে পুরুষ ভোটর ৬ হাজার ১৭৯ ও নারী ভোটার ৬ হাজার ৩৩ জন।

পাকুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-আ.লীগের মনোনীত প্রার্থী রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সরকার। বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান ও শামিউল আলম। বিএনপি’র একমাত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু। এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১৫ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটর ৭ হাজার ৭৯৫ ও নারী ভোটার ৭ হাজার ৫৭১ জন।

মনিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ আসনে ৫৬ জন ও সংরক্ষিত নারী আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-আ.লীগের মনোনীত প্রার্থী মনিগ্রাম ইউনিয়নআ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমান, কাবাতুল্লাহ, মাইনুল হক, আয়নালহক। বিএনপি’র একমাত্র প্রার্থী মুজিবুর রহমান। এ ইউনিয়নে এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটর ১১ হাজার ৮৪৫ ও নারী ভোটার ১১ হাজার ৫৫৮ জন।

বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটারিং অফিসার মজিবুল আলম জানান, বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নে আগামী ১৪ অক্টোবর নির্বাচন। ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

স/অ