বাঘায় ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিকের ১৬৭টি বিদ্যালয়ের ৪৫ হাজার ৩১০ জন শিক্ষার্থীর মাঝে পৃথকভাবে নতুন বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা আনুষ্ঠানিকভাবে বই বিতরণের উদ্ধোধন করেন।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ৬৫টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত ২৩ হাজার ৩১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৯ হাজার নতুন বই এক সাথে পৃথকভাবে বিতরণ করা হয়েছে।
অপরদিকে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ব্র্যাক স্কুল ৮টিসহ মোট ১০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর মাঝে ৯৮ হাজার ৭০০ পিস নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা শাহিন রেজা আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নার্গিস খাতুনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

অপর দিকে আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চ বিদ্যালয়য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সহকারি প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারি শিক্ষক আবদুল হান্নান প্রমুখ। আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা তাসফিয়া তাহসিন জানায়, নতুন বছরের নতুন বই পেয়ে ভাল লাগছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে বই হাতে তুলে দেয়া হয়, সেইভাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে বই পৌছানো হয়েছিল। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দরভাবে বই বিতরণ করা হয়েছে।

স/শা