বাঘায় ৪১ পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন: অর্চনার জন্য একটি সংরক্ষণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ৪২টি পূজা মণ্ডেপের মধ্যে ৪১টি বিসর্জন দেওয়া হয়েছে। এরমধ্যে আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পূজা মন্ডপটি সারা বছর অর্চনা করার জন্য রাখা হয়েছে। শনিবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ৪১টি পূজা মন্ডপ বিসর্জন দেওয়া হয়।

জানা যায়, এলাকা ভিক্তিক পূজা বিসর্জন দেওয়া হয়। কেউ পদ্মা নদীতে, কেউ বড়াল নদীতে, কোন স্থানে বিলে আবার কেউ পকুরে পূজা বিসর্জন দিয়েছেন। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্য ধর্মের মানুষ বিসর্জন দেখতে আসে হাজারো নারী পুরুষ ও শিশুরা।

উপজেলা পূজা উদয্যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রাম গোপাল শাহা বলেন, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কঠোর নিরাপত্তার মধ্যে বিসর্জন শেষ করা হয়েছে।

বাঘা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পূজা উদয্যাপন কমিটির সভাপতি শন্তি রঞ্জন সরকার বলেন, কমিটির সিধান্তে আমরা সারা বছর পূজা অর্চনা দেওয়ার জন্য মন্ডবটি রাখা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, পূজা মণ্ডপ ও বিসর্জনের সময় নিরাপত্তার ব্যবস্থা নেয়া ছিল।

স/অ