বাঘায় ৩ দিনব্যাপী ইউথ ডেভেলপমেন্ট এ্যামবাসিডর ট্রেনিংয়ের সমাপনী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৩ দিনব্যাপী ইউথ ডেভেলপমেন্ট এ্যামবাসিডর ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিআরডিবি পল্লী ভবন হলরুমে দি-হাঙ্গার প্রজেট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটর গ্রুপ পিএফজির আয়োজনে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

আয়োজিত ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, সুজন বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হাসান, বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সস্থার সাধারণ সম্পাদক লালন উদ্দীন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির নের্ত্রী রানু আক্তারী, দি-হাঙ্গার প্রজেক্টের রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী সাইফুল ইসলাম বাদশা, বাঘা উপজেলা সমন্বয়কারী উত্তম কুমার পাল।

উল্লেখ্য,গত ২৬ ডিসেম্বর আড়ানী ইউনিয়নের ২০ জনকে নিয়ে ট্রেনিং এর উদ্বোধন করা হয়।