সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় শহীদ মিনারে জুতা পায়ে বিএনপি নেতা

Paris
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু। । সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদরে বাঘা শাহদৌলা সরকারী কলেজের শহীদ মিনার বেদিতে  জুতা পরা অবস্থায় পুষ্পস্তবক দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে’ ভাইরাল হয়।

জানা যায়, এদিন সকালে উপজেলা সদরে শাহদৌলা সরকারী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় উপজেলা ও পৌর বিএনপি। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুকে জুতা পরা অবস্থায় শহীদ মিনার বেদিতে ফুল দিতে দেখা যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে শহীদ মিনারের বেদিতে জুতা পড়ে দাঁড়িয়ে থাকার তাঁর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দার ঝড় উঠে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু বলেন, ‘অসাবধানতাবশত জুতা পায়ে শহীদ মিনারে উঠে ছিলান। আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখছি। তবে এ বিষয়ে কেউ অবগত করেনি।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর