বাঘায় রস ছাড়ায় তৈরী করা ১০০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘা থানা পুলিশ রস ছাড়ায় তৈরীকৃত ১০০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ করেছে। এসব গুড় শুধুমাত্র চিনি এবং মেডিসিন ও চিটা গুড় দিয়ে তৈরী করা হয়। আজ  বৃহস্পতিবার  সকাল অনুমান ৯ টার দিকে এ গুড়গুলো জব্দ করা হয়।

এসআই মো: কামরুজ্জামানের নেতৃত্বে বাঘা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘার আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া এলাকার একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় ১০০০ কেজি আখের ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী ( চিনি, পাথরের চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান ) জব্দ করে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বাঘা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের খেজুর ও আখের গুড়ের নামে ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

চলতি বছরে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্তে সর্বমোট ২০ টি মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভবিষতেও অবৈধ মজুদদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স/আর