বাঘায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং করছেন ইউএনও

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন।

রোববার সকাল ১১টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রেখে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা (ইউএনও)।

এ সময় ব্যবসায়ীদের থেকে বিভিন্ন দ্রব্যমূল্য শোনা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জোর তাগিদ দেয়া হয়। তবে দ্রব্যমূল্যের দাম উর্দ্ধমুখী। মাছ মাংসসহ ক্রেতাদের মাঝে একটু চাহিদা দেখা দিলে ব্যবসায়ীরা দাম নাগালের বাইরে। এই নিয়ে অনেক সময় ক্রেতা বিক্রেতাদের মধ্যে অশালিন কথাবার্তা ও উভয়ের মধ্যে বাগবিতন্ডা দেখা দেয়। এই বিষয়ে ক্রেতারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, সকল ব্যবসায়ীদের সতর্ক করতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে মুদি দোকান, ইফতার সামগ্রী পস্তুতকারী মিষ্টির দোকান, কাঁচাবাজার এ মনিটরিং করা হয়। এটা গোটা রমজান মাস অব্যাহত থাকবে।
স/শ