বাঘায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

করোনার জন্য দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর রাজশাহীর বাঘায় বিপুল উৎসহ্ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে এই দিবসের সুচনা হয়। ঋতু ভিক্তিক এই অনুষ্ঠানকে ঘিরে সকলকে আকৃষ্ট করেছেন ব্যতিক্রম ধর্মী খড়ের তৈরী মঞ্চ। এই মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সসম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ওসি সাজ্জাদ হোসেন প্রমুখ।

এ দিকে উপজেলা সদর ছাড়াও আড়ানী পৌর এলাকা এবং উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে ১লা বৈশাখ উৎযাপন করেন।

এস/আই