বাঘায় ভেজাল ওষুধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নকল ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেজিঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক বিক্রয় প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ওষধ প্রশাসন অধিদপ্তর ও বিসিডিএস আড়ানী উপ-শাখার আয়োজনে আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বিসিডিএস আড়ানী উপ-শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম হিমেল। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ।

বিশেষ অতিথি ছিলেন, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম।

বিসিডিএস আড়ানী উপ-শাখার সাধারণ সম্পাদক সুজাত আহম্মেদ তুফানের পরিচালনায় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট প্রভাষক গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফনি সরকার, আমিরুল ইসলাম, আবদুস সালাম, মানিক হোসেন প্রমুখ।

আয়োজিত সভায় ১২৫ জন গ্রামীণ চিকিৎসক ও ফার্মাসিস্ট অংশ গ্রহন করেন।

স/অ