বাঘায় বেশি দামে সার বিক্রি, দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় সারের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর বাজারে সোনালী বীজ ভান্ডারে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জানা যায়, বাঘা উপজেলার সদর বাজারে সোনালী বীজ ভান্ডারের মালিক সাইফুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি প্রমানিত হয়েছে। এ ধরনের কাজ যেন ব্যভসায়ীরা আর না করে এবং সতর্কতার জন্য বিশেষ অভিযানের মাধমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জি/আর