বাঘায় বজ্রপাতে নিহত পরিবারকে অর্থ ও চাল প্রদান

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বজ্রপাতে নিহত অমিত কুমারের পরিবারকে নগদ অর্থ ও চাল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অর্থ ও চাল প্রদান করা হয়। নিহত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বজ্রপাতে ক্ষয়ক্ষতি হতে রক্ষার জন্য বাউসা ইউনিয়নের অমরপুর সড়কে এক সাথে এক হাজার তালগাছ রোপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং বাউসা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই তাল গাছ রোন করা হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বজ্রপাতে উপজেলার আড়পাড়ার শ্রীরামপাড়া গ্রামের শ্যামল কুমারের ছেলে অমিত কুমার নিহত হয়। এই পরিবারকে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আমিনুল হকের নের্তৃত্বে নগদ ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী হেতমত আলী, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফি প্রমুখ।
স/শ