বাঘায় প্রতিবন্ধী পেলেন মুদি দোকান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় অসহায় প্রতিবন্ধী এক ব্যক্তিকে মুদি দোকান করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বানিয়াপাড়া মানবিক সংস্থা’। গত ২৫ মার্চ দোকানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সংগঠনটি।

প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম এনামুল হক (৩০)। তিনি উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত ছইর প্রামানিকের ছেলে।

জানা যায়, এনামুল হক ২০১৬ সালে গাছ থেকে পড়ে চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যায়। তারপর চার সদস্যের পরিবার নিয়ে অভাবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল এনামুল। স্ত্রী হাসি বেগম অন্যের বাড়িতে ঝি-এর কাজ করে কোন রকম সামান্য আয় দিয়ে দিনযাপন করতেন তারা।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৭৬ প্রকারের মালামাল দিয়ে তাকে একটি মুদি দোকান করে দেওয়া হয়েছে। রোববার (২৭ মার্চ) বিকেলে এনামুল হক সেই দোকানের পাশে হুইল চেয়ারে বসে দোকানদারি করতে দেখা গেছে। দোকানের মধ্যে বসে আছে তার বড় মেয়ে মায়াবি খাতুন (১২) ও ছোট মেয়ে জিনিয়া খাতুন (৮)। তারা স্থানীয় স্কুলে লেখাপড়া করে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম বলেন, এনামুল হকের অবস্থা দেখে সংগঠনের পক্ষ থেকে একটি দোকান করে দেওয়া হয়েছে। আমরা ২৫ মার্চ দোকানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি।

জি/আর