বাঘায় পৃথক ভাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পৃথকভাবে একদিনে তিনটি  স্থানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজেন বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুয়েল আহাম্মেদ, বীর প্রতিক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, জনাব আলী, রয়েজে উদ্দিন, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাফিজ শরিফ, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক সন্টু, শিক্ষক শাজাহান আলী প্রমুখ।

এদিকে বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথ, প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সহকারি শিক্ষিকা মর্জিনা খাতুন প্রমুখ।

অপর দিকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদু। প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি, আ.লীগ নেতা জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ প্রমুখ।

এস/আই