বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজির ব্লাড কার্প

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে দুটি ৩২ কেজির ‘ব্লাড কার্প’ ধরা পড়েছে। শুক্রবার(৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বাঘা উপজেলার পদ্মা নদীর পলাশি ফতেপুর এলাকায় এ মাছ দু‘টি ধরা পড়ে।

জেলের নাম আফসার আলী। তিনি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরের বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, আফসার আলী প্রতিদিনের ন্যায় শুক্রবার পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে দুটি ‘ব্লাড কার্প’ ধরা পড়ে। পরে মাছ দুটি ওজন করা হলে একটি ১৫ কেজি ও আরেকটি ১৭ কেজি হয়। পরে খায়েরহাট গ্রামের মাছ ব্যবসায়ী আলী হুসেন ১৬ হাজার ৬৪০ টাকায় ক্রয় করেন। আলী হুসেন মাছ দুটি ক্রয় করে ঢাকায় প্রেরণ করেছেন বলে জানান তিনি।

জি/আর