বাঘায় জামায়াতের সেক্রেটারি সেকেন্দার গ্রেফতার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নাশকতা মামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ রোববার তাকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, গত ১ সেপ্টেম্বর বাঘা মাজার এলাকায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলো উপজেলা সেক্রেটারিসহ ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই সময় একজনকে গ্রেফতার করে।

এ সময় সেকেন্দার আলীসহ অন্যরা পালিয়ে যায়। এসময় মাজার এলাকার আজগরের বন্ধ চায়ের দোকানের পাশ থেকে বোমা সদৃশ্য তাজা তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এদিকে, বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী বলেন, সেকেন্দার আলী একটি দলের শুধু নেতা নয়, তিনি একজন শিক্ষক। রোববার দুপুরে জোহরের নামাজ শেষে বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় বাঘা থানা পুলিশ তাকে আটক করে।

সেকেন্দার আলীর নামে লিখিত কোন অভিযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ইস্যুতে মুলত তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

স/অ