বাঘায় ধান সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সরকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বলিহার গ্রামে ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, চলতি মৌসুমে বাঘা উপজেলায় ১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যে ক্রয় অভিযান শুরু করা হয়েছে। সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের এ কার্যক্রম চলবে।

ধান কেনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাফউল্লা সুলতান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামসুনাহার, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। উপজেলার বলিহার ও চন্ডিপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

স/শা