বাঘায় দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। নাটোর সদর থানার কাঠালবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় জৈনেক ব্যক্তি বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে কলেজ পড়ুয়া বান্ধবীকে সাথে নিয়ে বেড়াতে এসে স্থানীয় জনগণের হাতে আটক হয়। পরে তাদের থানায় আনা হয়।

সে সময় মানবজমিন পত্রিকার সংবাদিক ইসলাম দিলদার এবং গণকন্ঠ পত্রিকার সাংবাদিক হাবিল উদ্দিন কোন অনুমতি না নিয়ে তাদের ছবি তুলে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা নেয়। এই টাকা নেয়ার পরও তার দুলাভাইকে সংবাদ প্রকাশের হুমকি দেয়া হয়। নিরূপায় হয়ে আলমগীর হোসেন বাদি হয়ে দুই সাংবাদিকের নামে ৩১ ডিসেম্বর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ বিষয়ে মানবজমিন পত্রিকার সংবাদিক ইসলাম দিলদার জানান, আমাদের দুই সাংবাদিকের নামে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। মামলাটি ভিক্তিহীন বলে দাবি করেন তিনি।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স/জে