বাঘায় তিন মাসের ব্যবধানে একই ট্রাক্টরের নিচে চাপা পড়ে বাবা-ছেলের মৃত্যু


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় তিন মাসের ব্যবধানে একই ট্রাক্টরের নিচে চাপা পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে শাকিল হোসেন নামের ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। এর তিন মাস আগে একই ট্রাক্টরের নিচে চাপা পড়ে শাকিলের বাবা সুজন আলীর মৃত্যু হয়। সুজন আলী ট্রাক্টরের চালক ছিলেন। তাদের বাড়ি বাঘা উপজেলার কলিগ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে মাটি নিয়ে ভায়া লক্ষিপুরে যাচ্ছিল। ট্রাক্টরটি ভায়ালক্ষীপুর এলাকার কাসেম মেম্বারের বাড়ির সামনে চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশে একটি পুকুরের মধ্যে উল্টিয়ে যায়। এ সময় চাপা পড়ে হেলপার শাকিলের মৃত্যু হয়। তিন মাস আগে একইভাবে শােিকল বাবা সুজন আলীর মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে নিহত শাকিলের চাচা সুমন আলী জানান, আমার ভাই শাকিলের বাবা ট্রাক্টরের গাড়ির চালক ছিলেন। তিন মাস আগে ট্রাক্টরের চাপায় মৃত্যু হয়। ভাতিজা শাকিলও একইভাবে মারা গেল। শাকিল এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ তদন্ত ওসি আব্দুল বারী জানান, দুর্ঘটনার বিষয়ে শুনেছি। পরে খোঁজ নিয়ে জেনেছি ব্যক্তি বাঘা উপজেলার কিস্তু ঘটনাস্থল চারঘাটে।