বাঘায় তিন দিনব্যাপী রোভার স্কাউটসের তাবু, বাঁশ ও দীক্ষা প্রদান

বাঘা প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় শাহদৌলা কলেজে রোভার স্কাউটস কর্তৃক দ্বিতীয় তাবু, বাঁশ ও দীক্ষা প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের ৩য় দিন- বুধবার (১৬-৫-১৮) সকাল সাড়ে ৭টায় দীক্ষা প্রদানের মাধ্যমে নবাগত রোভার সদস্য হিসেবে উত্তীর্ণ করা হয়।

প্রথম দিন ওই কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের রোভার স্কাউটস এর সদস্য হিসেবে অর্ন্তভূক্ত ২৪ জন ছাত্রকে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়ার লক্ষে এ দীক্ষা প্রদান করা হয়। ২য় দিন (–হাইকিং), উপজেলার খাঁয়ের হাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন, বিদ্যুৎ ও মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা ও রাত্রি ৯ টায় ক্যাম্প ফায়ার অনুষ্ঠান পরিচালিত হয়।

অধ্যক্ষ নুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুল হান্নান। এছাড়াও কলেজের রোভার স্কাউটস লিডার শিক্ষক আতাউর রহান, সালাউদ্দীন (শিমুল) ও মনিকা আক্তারী উপস্থিত ছিলেন ।

স/অ