বাঘায় চিনি ডালডা কাপড়ের রং ও চুনে তৈরী হচ্ছে আঁখের গুড়, জরিমানা ৩ লাখ ৭০ হাজার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার বাঘায় অভিযান চালিয়ে রস ছাড়ায় আঁখের গুড় তৈরীর অপরাধে দুটি অবৈধ কারখানায় তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দলের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এসময় ভেজাল ৮৫৫ কেজি আঁখের ভেজাল গুড় ধ্বংস করে ফেলা হয়। যেগুলো আঁখের রস ছাড়ায় কেবলমাত্র চিনি, ফিটকিরি, ডালডা, কাপড়ের রং ও চুন দিয়ে তৈরী করা হয়েছিল। এছাড়াও আরও তৈরীর প্রস্তুতি চলছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গতকাল বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ সদর কোম্পানীর অধিনায়ক এসপি নাজলী সেলিনা ফেরদৌসী ও সিনিয়র এএসপি সনজয় কুমার সরকার এবং ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে জেলার বাঘায় অভিযান চালানো হয়। এসময় খোর্দ্দ বাউসা ও পাঁচপাড়া নামক গ্রামের সেকেন্দার আলী (৫৫) অবৈধ কারখানা থেকে ৫৫৫ কেজি ভেজাল আখের গুড় জব্দ করা হয়। এর পর তাকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই গ্রামের দুলাল হোসেন মন্ডলের (৫৮) অবৈধ কারখানা থেকে ৩০০ কেজি ভেজাল আঁখের গুড় জব্দ করা হয়। পরবর্তিতে তাকে ৭০ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। মোট-৮৫৫ কেজি আঁখের ভেজাল গুড়, ৩ কেজি চুন, কাপড়ের রং-১ কেজি, ফিটকিরি ১ কেজি ৫০০ গ্রাম, ডালডা ৪ কেজি, চিনি ৪৫০ কেজি জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করে ফেলা হয়।
স/আর