বাঘায় গম প্রদর্শনী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন এলাকার চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের গম প্রদর্শনী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগমের সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষক (ডিটিও) মুঞ্জুরুল হক, জেলা বীজ প্রত্যায়ন অফিসার তামান্না ইয়াসমীন।

রবি/২০১৭ ও ১৮ মৌসুমে প্রশিক্ষণে গম চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজনীন সুলতানা। উপজেলার দুটি পৌরসভার ও সাতটি ইউনিয়নের ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

স/অ