বাঘায় ক্ষুদ্র ও প্রান্তির কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় রবি মৌসুমে গম, ভূট্টা, মুসুর, সরিষাসহ বিভিন্ন ফসলের উৎপাদনের লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় এক হাজার ৮৪ জন ক্ষুদ্র ও প্রান্তির কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজনিন সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি, ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীর, উপজেলা কুষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা বেগম, প্রানি সম্পাদক কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, তদন্ত ওসি হীরেন্দ্রনাথ প্রামানিক, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

স/বি