বাঘায় ক্রেতার থাপ্পড়ে কানের পর্দা ফাটলো মুরগী বিক্রেতা শিশুর


বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মুরগীর দাম-কষা-কষি নিয়ে আল আমিন(১৩) নামের এক শিশুকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার নারায়নপুর বাজারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নারানপুর বাজারের মুরগী বিক্রেতা ফারুক হোসেনের অনুপস্থিতে বেচাকেনা করছিল তার ছেলে আল আমিন । এই সময় মুরগী কিনতে আসেন চকনারায়নপুর গ্রামের মৃত আমান আলীর ছেলে বাচ্চু আলী। মুরগির দাম কষা-কষি নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার এক পর্যায়ে বাচ্চু আলী ওই শিশুর কানের উপর থাপ্পড় মারলে কানের  পর্দা ফেটে যায়। আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুর পিতা ফারুক হোসেন বাদি হয়ে শুক্রবার রাতে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/জে