বাঘায় কৃষি পদ্ধতি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় টমেটোর উত্তম কৃষি পদ্ধতি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) এর আয়োজন সোমবার দুপুরে উপজেলার মর্শিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় টমেটো চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রভাষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, কৃষক রিটন মন্ডল, এসএনভি’র ফিল্ড ফেসিলিটিটর আল আমিন প্রমুখ। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিরাপদ পদ্ধতি ব্যবহার করা উচিত।

কীটনাশকের সঠিক ব্যবহার ও জৈবিক উপায় ব্যবহারে টমেটো তথা সবজি উৎপাদন করা যায়, এছাড়া পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মতত সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।

স/অ