সোমবার , ৬ জুলাই ২০২০ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় আমের ক্যারেটে ফেনসিডিল পাচার, আটক ৩

Paris
জুলাই ৬, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় আমের ক্যারেটের মধ্যে ফেন্সিডিল পাচারের সময়ে ভটভটি চালকসহ তিনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে শামিউল হক (৩০), আবদুস সামাদের ছেলে মাসুদ রানা (২৫), পাবনার আটঘরিয়া ইউনিয়নের ভরতপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে রতন আলী (২০)।

বাঘা থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি ভটভটি যোগে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে চার ক্যারেট আম নিয়ে বাঘা বাজারের দিকে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মাসুদ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের পথ রোধ করে আমের ক্যারেট তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করে থানায় আনা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর