বাঘায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।

শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, দালাল ধরে আর কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমান সরকার বিদেশে লোক পাঠানোর মাধ্যমে বিপুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এ লক্ষ্যে সরকার বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং ও ভাষা শেখার ব্যাবস্থা করাসহ জেলা পর্যায় সেবা কেন্দ্র চালু করেছেন। এখন থেকে যারা বিদেশ যেতে চান তারা অবশ্যই দক্ষ হয়ে দেশ ত্যাগ করবেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষর্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।