বাগাতিপাড়ায় অভিবাসী দিবস পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের বড়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, পুলিশের এস আই তারেক বিন খালিদ প্রমুখ।

সভায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিদেশে যেতে ইচ্ছুককে অবশ্যই দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর বিশেষ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এ কার্যক্রমগুলো শুরু করা হবে।