বাঘায় আইসক্রীম খেয়ে চার শিক্ষার্থী অসুস্থ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আইসক্রীম খেয়ে চার শিক্ষার্থী অসুস্থ হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলা তেপুখুরিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে চার শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য উপজেলা সদরে আসে। প্রাইভেট পড়ে তারা বাঘা বাজারের আনন্দ হোটেলে খিচুড়ি খায়। পরে সবাই একটি করে আইসক্রীম খেয়ে স্কুলে আসতে থাকে। তবে আইসক্রীম খাওয়ার পর পরই স্কুলে এসে প্রথমে উর্মি খাতুন অসুস্থ হয়। পর্যায়ক্রমে একা খাতুন, রতনা খাতুন ও মিমি খাতুন অসুস্থ হয়। বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আপেল মাহামুদ, বৃটের ও পিঞ্জু।

 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সেলিম রেজা বলেন, খাবারে পয়জন থেকে এই ধরনের সমস্য হয়। তবে পর্যায়ক্রমে একজনের সমস্যা দেখে অন্য জনের সমস্যা হওয়াকে সাইক্লোজেনিক বলা হয়। বর্তমানে তাদের অবস্থা স্বাভাবিক রয়েছে।

স/শ