বাঘায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ বীনমাহী (১৬) মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে এই ঘটনা ঘটেছে। মোহাম্মদ বীনমাহী বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর গ্রামের মিলন আলীর ছেলে এবং বাঘা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, মামাত ভাই এর সাথে মোহাম্মদ বীনমাহীর বাড়ির পাশে নিচিন্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুকুরের প্লাষ্টিকের বোতল নিয়ে সাঁতার শিখতে যায়। তারা পুকুরে সাঁতার শিখতে গিয়ে মোহাম্মদ বীনমাহীর কাছে থেকে বোতল সরে গিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎস মৃত ঘোষণা করে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ বীনমাহীর পিতা মিলন আলী। তাকে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাঘা থানার ওসি তদন্ত আবদুল করিম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।