বাগাতিপাড়া পৌরসভায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বাগাতিপাড়া  প্রতিনিধিঃ
“সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি” স্লোগানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করেছে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা।

মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ। এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যাসহ সকল ওয়ার্ড কমিশনারসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

কার্যক্রমে প্রায় ৭ হাজার পিস মাস্ক, ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষদের মাঝে এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিতরণের জন্য কাউন্সিলরদের হাতে তুলে দেয়া হয়। সেসময় মেয়র মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।