বাগাতিপাড়ায় সরস্বতী পূজা উদযাপন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী পূজা কৃপা লাভের আশায় সারাদেশের ন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিহারকোল বাজারেও উদযাপিত হয়।

সেখানে সনাতন সংঘের আয়োজনে পূজা অর্চনা করা হয়। এ উপলক্ষে আরতি, উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, সাধারন জ্ঞান, প্রদীপ প্রজ্জলন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

বিদ্যুৎ মুখার্জীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার মুখার্জী, সাধারন সম্পাদক পুলক কুমার রায়, ওসি মনিরুল ইসলাম, পুজা উদযাপন উপদেষ্টা এস এম সাদেকুর রহমান, সনাতন সংঘের সাধারন সম্পাদক লিপন সরকার প্রমুখ।

স/আ