বাগাতিপাড়ায় যুবদের নিয়ে গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ও যুব মহিলাদের গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উত্তরবঙ্গের সাতটি জেলায় বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্প (২য় পর্ব) এর আওতায় ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বিকালে কাজির চক মালঞ্চি গ্রামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফের সভাপতিত্বে ও সিএস কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা আফরোজ্জামান নিপুন, উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মহন, সম্পাদক মহসিন আলী, ছাত্রলীগ নেতা রবিউল হাসান জনি প্রমুখ। এতে ২৫ জন যুব ও মহিলা প্রশিক্ষণ গ্রহন করছে।