বাগাতিপাড়ায় মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল গেট থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউএনও নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ হামিদ মিয়া, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, সাবেক যুবলীগ সাধারন সম্পাদক এসএম সাদেকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, আরএমও ডাঃ রাসেল এবং ডাঃ আব্দুল্লাহ প্রমুখ।

পরে হাসপাতালের মিলনায়তনে পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটি শিশুর জন্য মাতৃদুগ্ধ একটি নিয়ামত। মাতৃদুগ্ধ পান করানোর কোনো বিকল্প নেই। এ ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন করতে হবে।
স/শ