বাগাতিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাসরিন বানু, মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, বিআরডিবি কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, জাইকা কর্মকর্তা জাকিয়া সুলতানাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন, ইউএনও নাসরিন বানু, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রভাষ চন্দ্র প্রামানিক প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ভূমি অফিসে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান ও কর আদায় কার্যক্রম পরিচালিত হবে।

স/অ