বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, সকলের হাত পরিছন্ন রাখি’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে সকল শিক্ষার্থীদের সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের নিয়মিত সমাবেশে শিক্ষকবৃন্দ দিবসটির ওপর আলোচনা করেন। শেষে এ হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিশুদের আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ও কৃমির মতো রোগের সংক্রমণের আশঙ্কা কমবে। দিবসটি পালন পর্যবেক্ষণ করেন উপজেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মজনু মিয়া।

স/অ