বাগাতিপাড়ায় বিনামূল্যে সার ও বীজ পেলেন প্রান্তিক কৃষকেরা

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিনামূল্যে সার ও বীজ পেলেন সহস্রাধিক প্রান্তিক কৃষক। শুক্রবার সকালে উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ১৯০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করে স্থানীয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর।

চলতি মওসুমে এক হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমও পি সার এবং ১৯০ জনের প্রত্যেককে বিঘা প্রতি এক কেজি করে তিল বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে মোট ২ হাজার ৪৯৫ জন কৃষককে গম, ভুট্টা, বিটি বেগুন, সরিষা, তিল ও মুগ ডাল বীজ এবং সার বিতরন করা হলো।

শুক্রবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব বীজ ও সার বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রাণী, উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম, থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কমুার চৌধূরী প্রমূখ।

স/অ