বাগাতিপাড়ায় বিদ্যুতের আগুনে পুড়ে গেল কৃষকের ঘর

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুতে পানি গরম করতে গিয়ে পুড়ে গেল কৃষকের দুটি বসতঘর। বুধবার দুপুর একটার দিকে উপজেলার হাটগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকের নাম জালাল উদ্দিন। তিনি হাটগোবিন্দপুর গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্তের স্বজন মওদুদ হোসেন মধু জানান, জালালের স্ত্রী মর্জিনা বেগম নিজের ঘরে ওয়াটার হিটারে পানি গরম করতে দিয়ে বাইরে কাজ করছিলেন। কিছু সময় পর ফিরে ঘরের ভেতরে বিদ্যুতের লাইনে আগুন জ্বলতে দেখেন। এরপর আগুন দ্রুত পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও রাস্তার কাজ চলায় তারা ক্ষতিগ্রস্থের বাড়ি পর্যন্ত পৌছাতে পারেনি। অগ্নিকাণ্ডে দুটো বসত ঘর ও ঘরে রাখা সব আসবাবপত্র পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

স/অ