বাগাতিপাড়ায় বাজারে পোল্ট্রি ফার্ম মালিকের হাত ধোয়ার ট্যাংকি স্থাপন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা প্রতিরোধে পোল্ট্রি ফার্ম মালিক আবু রায়হান ব্যক্তি উদ্যোগে হাত ধোয়ার পানির ট্যাংকি স্থাপন করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার বিহারকোল বাজারে স্থানীয় দোকানদার, যানবাহন চালক, যাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাত ধোয়ার জন্য এই ব্যবস্থা করা হয়।

ফার্ম মালিক আবু রায়হান বলেন, দেশে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কিছু সময় পরপর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। সেজন্য মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমার এই ছোট্ট প্রয়াস। মানুষের সেবায় আমাদের প্রত্যেকের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা বর্তমান সমস্যা মোকাবেলা করতে পারবো বলে আশা করি।