বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ

বাগাতিপাড়া প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বরণ করা হলো বাংলা নববর্ষকে। হাজার বছরের বাঙালি ঐতিহ্যের বহমানতায় নতুন বছরকে বরণ করতে বিভিন্ন সাজে বাঁধভাঙা উল্লাসে হারিয়ে যায় সব বয়সের নর-নারী। বৈশাখের কিরণশিখা শুধু প্রকৃতিকে নয়, রঞ্জিত করে নবরূপে রাঙিয়ে তোলে বাঙালির হৃদকোণও। তাই তো পূর্ব দিগন্তে লাল সূর্য উঁকি দিতেই শুরু হয় বর্ষবরণের উৎসব। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করে উপজেলা প্রশাসন।

রোববার সকালে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন এক শোভাযাত্রা বের করে। ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ওসি সিরাজুল ইসলাম শেখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন ।

এছাড়াও পান্তা ভোজ, মুড়ি, খই ও জিলাপী বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রশাসন নতুন বছরকে স্বাগত জানায়।

এদিকে প্রতি বছরের মতো সকালে বকুল স্মৃতি থিয়েটার বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করে উপজেলার সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে সৌভাগ্যের প্রতীক ঘোড়া, দোয়েল, বক ও প্রজাপতি, লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে পালকি, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বাঘ ও প্যাঁচার ছোট-বড় হরেক রঙের বিভিন্ন মুখোশের শিল্পকর্ম, চারণ কবি লালন শাহ, শাহ আব্দুল করিম, হাসন রাজা স-বড় হরেক রঙের বিভিন্ন মুখোশের শিল্পকর্ম, চারণ কবি লালন শাহ, শাহ আব্দুল করিম, হাসন রাজাসহ অনান্য কবিদের প্রতিচ্ছবি শোভা পায়। শোভাযাত্রায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, এমপির সহধর্মীনি সায়েরা বানু ছায়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চল সমন্বয়ক মসগুল হোসেন ইতি, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ অংশ নেন।

এছাড়াও সংগঠনটি বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মঞ্চে বাউল গান, পান্তাভোজ, মেয়েদের গ্রামীন খেলাধুলাসহ নানান আয়োজন করে। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয়দের উদ্যোগে বাঙালি খেলা, মেলার আয়োজনে উৎসবের মাত্রা বাড়িয়ে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বর্ষ বরণে শোভাযাত্রা, পান্তাভোজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

স/শা