বাগাতিপাড়ায় ধানের পোকা দমনে পার্চিং উৎসব

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় রোপা আমন ধানের জমিতে গাছের ডাল ও বাঁশের কঞ্চি পুঁতে পার্চিং উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাগাতিপাড়া পৌরসভা ব্লকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন নাটোর জেলা প্রশিক্ষন কমকর্তা কৃষিবিদ বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমাইয়া শারমিন, ডিপ্লোমা কৃষিবিদ মোজাহার আলী, আব্দুর রাজ্জাক, জামিলুর রহমান পিন্টু প্রমুখসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা অংশ নেন।।

কৃষিবিদ বেলাল উদ্দিন বলেন, ধান খেতে পার্চিং করা হলে প্রাকৃতিকভাবে পোকা নিয়ন্ত্রণ করা যায়। পার্চিং হলো ফসলি জমিতে লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কুঞ্চি পুতে রাখা। জমিতে বিভিন্ন প্রজাতির পাখি ওই খুঁটিতে বসে জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে ক্ষতিকর মাজরা পোকার আক্রমন হয়না। ফসলের উৎপাদন খরচ কমে যায়। বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দুষণ হয় না। আর্থিকভাবেও কৃষক লাভবান হয় ।

স/অ