বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাড়ে ৯ টায় লোকমানপুর রেলস্টেশনের পূর্ব দিকে মাড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনিয়ে তিন দিনে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত যুবকের পরনে শার্ট-প্যান্ট, গলায় গামছা এবং সাথে কাপড়ের ব্যাগ ছিল বলে জানা গেছে। তবে এ সংবাদ লেখা (দুপুর আড়াইটা) পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। পরে দুপুরে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ঈশ্বরদী রেলওয়ে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

অপরদিকে, গত শনিবার টেটনপাড়া ধুলাউড়ি গ্রামের প্রবাসী আইয়ুব আলী ওই এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ধাক্কায় মারা যান।

স/অ