বাগাতিপাড়ায় গোপনে বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে গোপনে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে কনের বাবাসহ তিনজনকে কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানুর আদালত এ সাজা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তমালতলা কাজিরচক মালঞ্চি গ্রামের মাসুদ রানার নাবালক মেয়ে ও তমালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাসুদা খাতুন (১৪) এর বিয়ে একই উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হায়দার আলীর ছেলে হযরত আলীর সাথে ঠিক করে পরিবারের লোকজন। সোমবার এ বিয়ের দিন ধার্য্য ছিল। বাল্যবিয়ের খবর পেয়ে ওই দিন ইউএনও নাসরিন বানু গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। সে সময় কনের বাবা বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রশাসনের ওই নির্দেশকে উপেক্ষা করে একই দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী যোগীপাড়া গ্রামে তমেজ উদ্দীন শেখের ছেলে শামীম রেজার বাড়িতে কনের চাচা উজ্জল হোসেন কবুল পড়িয়ে বিয়ে দেন। পরের দিন মঙ্গলবার এ খবর জানতে পেরে উপজেলা প্রশাসন গ্রাম পুলিশ নিয়ে এক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা মাসুদ রানা (৩৭) ও চাচা উজ্জল হোসেন (২৮)কে ১৫ দিন করে এবং বাড়ির মালিক শামীম রেজা (২৭)কে সাত দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করে।

স/শা