বাগাতিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক শাহিনা খাতুন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আইসিটি প্রশিক্ষন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন, চতুর্থ প্রজন্মের সিটিজেন চাটার্ড, নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষন কর্মসূচী ও উপজেলা ভ’মি অফিসের নাগরিক সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়াও শেষে উপজেলার তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন করেন।

স/শ