বাগাতিপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকে বড় দিন উপলক্ষে উপজেলার রাঙ্গামাটিয়া শাধুলুকের গির্জা, শাধুপোলের গির্জা, পাঁচুড়িয়া, ডুমরাই ও খাঁটখইর ধর্মপল্লীর গীর্জায় চলে ভক্তদের আরাধনা। এসময় ভক্তরা প্রার্থনায় দেশের শান্তি ও মঙ্গল কামনা করেন।

এদিন সকাল থেকে বিভিন্ন গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচি শুরু হয়। এরপর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। এদিকে স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল উপজেলার সকল গীর্জায় উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীর সভাপতি নাসিম মাহমুদ, উপজেলা তাঁতি লীগের সভাপতি শামসুজ্জামান মোহন, বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান, দুলাল হোসেন মাষ্টার, খোকন মার্ডি, জোনাস মার্ডি প্রমুখ।

 

স/শা