বাগাতিপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল খাদিজা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লায় এ ঘটনা ঘটে। খাদিজা একই মহল্লার তমিজ উদ্দিনের মেয়ে এবং লক্ষণহাটী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

ইউএনও অফিস সুত্রে জানা যায়, পাশ্ববর্তী লালপুর উপজেলার করিমপুরের এক ছেলের সাথে খাদিজা বিয়ের ব্যবস্থা করেন কনের পরিবার। ওই দিন রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বিয়ের বাড়ি হাজির হন।

এ খবর পেয়ে বর ও বরের লোকজন পালিয়ে যায়। পরে ইউএনও বাল্য বিয়ে বন্ধ করার নির্দেশ দেন এবং খাদিজার বাবার নিকট থেকে তার মেয়ের বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।
স/শ