বাগাতিপাড়ায় আর্মি ইউনিভার্সিটি পরিদর্শনে রুয়েট প্রতিনিধি দল

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাস পরিদর্শন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল আলম বেগ এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার তারা এ পরিদর্শন করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার।

দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সকল শিক্ষক ও কর্মকর্তাদের সাথে সিন্ডিকেট হলে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অবঃ) জি এম আজিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন, সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন সহযোগী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ আকরামুল আলীম, সহকারী অধ্যাপক মোছাঃ আছমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক মোঃ আল আমিন, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর (অবঃ) মোঃ আব্দুর রশীদ, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
স/শ