বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড়াল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়াও এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতির কারণে অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে বিরূপ প্রভাব পড়ে। দুর্যোগ মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি করে যা মানুষের পক্ষে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে। তবে সচেতন হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

স/অ