বাগাতিপাড়ায় আদিবাসীদের ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জামনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় জামনগর আদিবাসী ভাই ভাই ফুটবল দল ১-০ গোলে বনপাড়া আদিবাসী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে তিনটি জেলার আদিবাসী সম্প্রদায়ের ১৬ টি দল অংশ নেয়। স্থানীয় জামনগর ইউপি চেয়ারম্যান আ. কুদ্দুস প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

জামনগর আদিবাসী সংঘের সভাপতি সুনিল কুমার সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল আজিজ, ইউপি সদস্য জিয়াউর রহমান, গোলজার রহমান, আত্তাব আলী, জামনগর ক্রিড়া সভাপতি মিল্টন বিশ্বাস, সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপদেষ্টা উজায়ের হোসেন, প্রভাষক লিটন রহমান।

স/অ