বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খননে জমি ও ভেকু মালিককে জরিমানা

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে জমির মালিক ও ভেকু মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানুর আদালত এ দন্ডাদেশ দেন।

আদালত সূত্র জানায়, উপজেলার জামনগর ইউনিয়নের মাঝপাড়া মাঠে ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে আশকান আলীর কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের সংবাদ পান উপজেলা প্রশাসন। এ খবর পেয়ে সোমবার বিকালে ওই মাঠে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অনুমতি ছাড়া কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও নাসরিন বানু ওই জমির মালিক আশকান আলী ও ভেকু মালিক একই উপজেলার দেবনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে মকবুল হোসেনকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেন। অভিযানকালে জমি থেকে ভেকুর ২টি ব্যাটারী জব্দ করা হয়।

এ ব্যাপারে ইউএনও নাসরিন বানু বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স/শা